ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ অফ বাংলাদেশ (আইসিএসবি) থেকে ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে করপোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড অর্জন করেছে বিবিএস ক্যাবলস লিমিটেড।
রোববার (১২ ডিসেম্বর) রাতে রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড অর্জন করে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বিবিএস ক্যাবলস এর চেয়ারম্যান আবু নোমান হাওলাদার, প্রধান আর্থিক কর্মকর্তা আমিনুল ইসলাম এবং কোম্পানি সচিব গোলাম হাবিব এর নিকট ট্রফি এবং সনদ তুলে দেন।
এএ