শক্তিশালী ব্যাটারি নিয়ে সিম্ফনির নতুন স্মার্টফোন এইচ১৭৫
প্রকাশ: ২০১৬-০২-০৭ ১৫:২৪:২৬

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড সিম্ফনি নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন এইচ১৭৫। ৪০০০ এমএ ইচ লি-পলিমার ব্যাটারির এই স্মার্টফোনটি দীর্ঘক্ষণ চার্জ ধরে রাখবে।
এটি চলবে ৬৪ বিট প্রসেসরে। এই হ্যান্ডসেটটিতে রয়েছে পাঁচ ইঞ্চি আইপিএস স্ক্রিন। এটি চলবে ৫ দশমিক ১ অ্যানড্রয়েড ললিপপ অপারেটিং সিস্টেমে। এতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের অটোফোকাস রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
৬৪ বিট ও ১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর ও ২ জিবি র্যামের কারণে ফুল এইচডি ভিডিও দেখা যাবে সাবলীল গতিতে এবং অ্যাপসগুলো চলবে অনেক দ্রুত।
মাল্টি৭২০ জিপিইউ থাকার কারণে যেকোনো গেমস খেলা যাবে ঝামেলা ছাড়াই। সিম্ফনি এইচ ১৭৫ স্মার্টফোনের ক্যামেরা সফটওয়্যারে থাকছে জিরো শাটার ডিসপ্লে, ফেস ডিটেকশন, টাইম স্ট্যাম্প, নয়েজ রিডাকশন এইচডিআর, কন্টিনিউয়াস শট স্লো মোশন ভিডিও ও লাইভ ফটো।
এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্মার্ট মোশন, যাতে থাকছে অ্যাকশন আনলক, স্মার্ট অ্যানসার, অ্যানসার বাই সুইং, স্মার্ট কল, স্মার্ট সুইচসহ আরো অনেক ফিচার। ফোনটিকে সহজে ব্যবহার করার জন্য এতে দেওয়া হয়েছে মাল্টি জেসচার সেটিংস। যার মাধ্যমে এই ডিভাইসটিকে এক হাতে ব্যবহার করা অনেক সহজ হবে।
স্ক্রিন অফ থাকা অবস্থায়ও আঙুল দিয়ে C লিখে ক্যামেরা ওপেন করা কিংবা E লিখে ব্রাউজার ওপেন করা যাবে। ফোনের নির্দিষ্ট জেসচার চাইলেই এডিট করে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ওপেন করা যাবে।
এতে আরো আছে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ সুবিধা, যেখানে রাখা যাবে অনেক বেশি ভিডিও, ছবি ও মিউজিক। এ ছাড়া মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত মেমোরি যোগ করা যাবে।
এই হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ইমার্জেন্সি রেসকিউ ফিচার সাপোর্ট। এই সেটটির ব্যবহারকারী কোনো ধরনের বিপদের সম্মুখীন হলে তখন ভলিউমের আপ ও ডাউন বাটন তিন সেকেন্ডের জন্য ধরে থাকলে অটোমেটিক একটি মেসেজ সেটিংসে সেট করে রাখা ইমার্জেন্সি কন্টাক্টসের কাছে মেসেজ চলে যাবে লোকেশনসহ।
সিম্ফনি এইচ১৭৫ স্মার্টফোনটি ধূসর ও সাদা রঙে পাওয়া যাবে। এ মাস থেকেই বাজারে পাওয়া যাচ্ছে সেটটি। সিম্ফনি এইচ১৭৫-এর দাম রাখা হয়েছে ১০ হাজার ৪৯০ টাকা।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













