প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড ৮ম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২০-এ পোষাক কোম্পানী ক্যাটাগরিতে সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে।
রোববার (১২ ডিসেম্বর) ঢাকার র্যাডিসন ব্ল হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির নিকট থেকে এ পুরস্কার গ্রহণ করেন কোম্পানীর পরিচালক রাতুল দাস এবং প্রধান অর্থ র্কমর্কতা মোহাম্মদ জাহিদুল আবেদীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ।
এএ