স্থানীয় সরকার, পল্লী ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পদক পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বের স্বীকৃতি মিলেছে।
সোমবার বিকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রীকে দেয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর মেয়ে যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, তার সুবিধা আজ গ্রামের একজন সাধারণ মানুষও পাচ্ছে। তথ্য প্রযুক্তির উন্নয়নের এই ধারাবাহিকতা বজায় থাকলে ২০২১ সালের আগেই আমরা লক্ষ্য অর্জন করতে সক্ষম হবো।
আওয়ামী লীগের এই নেতা বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে উৎপাদনমুখী কাজের মাধ্যমে সফলতার ধারপ্রান্তে চলে যাবে। বাস্তবায়ন করবো ভিশন- ২০২১। সবার সম্মিলিত প্রচেষ্ঠায় দেশকে এগিয়ে নিয়ে যাবো এটাই হউক প্রত্যাশা।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আনিসুল হক, দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র সাঈদ খোকনসহ সরকারের সরকার ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।