সাউথ এশিয়ান (এসএ) গেমসে বাংলাদেশ প্রথম স্বর্ণের দেখা পেয়েছে। রোববার মেয়েদের ভারোত্তোলনে ৬৩ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন মাবিয়া আক্তার সীমান্ত। শনিবার পদক প্রতিযোগিতার প্রথম দিনে বাংলাদেশ একটি রৌপ্য ও বেশ কয়েকটি ব্রোঞ্জ জিতেছল। আর দ্বিতীয় দিনে এসেই স্বর্ণের দেখা পেল লাল-সবুজের কোনো প্রতিযোগী।
শনিবার রিনা আক্তারের হাত দিয়ে কুস্তি থেকে প্রথম রুপার পদক জিতেছে বাংলাদেশ। রোববার ভারোত্তোলন থেকেই বাংলাদেশকে দ্বিতীয় রুপা এনে দেন ফুলপতি চাকমা। ফুলপতির রুপা এসেছে ৫৮ কেজি ওজন শ্রেণিতে। ভারোত্তোলনে শনিবার দুর্ভাগ্যক্রমে রুপা হাতছাড়া হয়েছে মোল্লা সাবিরার। এখনো পর্যন্ত ভারোত্তোলনে ও সাঁতারে আরো পাঁচটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।
মাবিয়া এর আগে ভারতের পুনেতে সিনিয়র, জুনিয়র ও ইয়ুথ কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন। স্বর্ণের পাশাপাশি ২টি রৌপ্যপদকও জিতেছেন তখন। মোল্লা সাবিরা ও শাহরিয়ার সুলতানা সুচির পর তৃতীয় নারী হিসেবে স্বর্ণপদক জিতেছিলেন সীমান্ত। ভারতের গুয়াহাটিতেও সেই ধারা অব্যাহত রাখলেন তিনি।