বিদেশিরা ম্যাচ জেতান- ঘরোয়া ফুটবলে এটা যেন নিয়মে পরিণত। কিন্তু মঙ্গলবার রাতে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে দেশীয় দুই তরুণ দেখালেন তারাও পারেন।
মোহাম্মদ ইব্রাহিম আর ইয়াসিন আরাফাত পারলেন সেমিফাইনালের মতো গুরুত্বপুর্ণ ম্যাচে। পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে ১২০ মিনিটের ম্যাচের নায়ক হয়ে থাকলেন বসুন্ধরা কিংসের মিডফিল্ডার ইব্রাহিম ও ডিফেন্ডার ইয়াসিন।
৮ মিনিটে ড্যানিলোর দুর্দান্ত এক হেডে করা গোলে এগিয়ে যায় পুলিশ। ৩০ মিনিটে কোনাকুনি শটে সমতায় ফেরান কিংসের ইব্রাহিম। নির্ধারিত ৯০ মিনিটে আর গোল না হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
দর্শকরা যখন ধরেই নিয়েছিল ম্যাচের নিস্পত্তি হতে চলছে টাইব্রেকারে, ঠিক তখন ম্যাচ শেষ হওয়ার মিনিট দুয়েক আগে ভোজবাজির মতো সব পাল্টে দেন ইয়াসিন আরাফাত।
ব্রাজিলিয়ান রবসন রবিনহোর কর্নার একজনের মাথা হয়ে পোস্টের সামনে পড়লে চলতি বলেই পা চালিয়ে দেন ইয়াসির আরাফাত। ১২০ মিনিট লড়াই করা পুলিশের সবকিছু শেষ হয়ে যায় এই তরুনের শটে।
বিকেলে সাইফকে সহজে হারিয়ে ফাইনালমঞ্চে উঠে প্রতিপক্ষের অপেক্ষায় ছিল আবাহনী। শেষ পর্যন্ত এবারের মৌসুমের সেরা দুই দলই উঠেছে ফাইনালে। একটা জমজমাট ফাইনাল দর্শকরা প্রত্যাশা করতেই পারে।
সানবিডি/ এন/আই