ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পুকুর থেকে শাহবাগ থানা পুলিশ একটি লাশ উদ্ধার করেছে। তবে আনুমানিক ৩৫ বছর বয়সের এই ব্যক্তির কোন নাম-পরিচয় পাওয়া যায় নি।
৭ ফেব্রুয়ারী রোববার বেলা পৌনে ৪টার দিকে লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার পতিমার জানান, “খবর পেয়ে শাহবাগ থানার এসআই মমিনকে নিয়ে হলের পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে সেটি ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।”
সানবিডি/ঢাকা/রাআ