দেশি-বিদেশি কেউ নিরাপদ নয়

প্রকাশ: ২০১৫-১০-০৫ ১৯:১২:০১


ershad_85749এই সরকারের আমলে দেশে কেউ নিরাপদ নয় বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, দেশি-বিদেশি কেউ আজ নিরাপদ নয়; এমনকি মায়ের পেটের শিশুও নিরাপদ নয়।

আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এরশাদ এসব কথা বলেন।

সুন্দরগঞ্জের এমপি লিটনের মাতাল অবস্থায় শিশু সৌরভকে গুলি করার কথা উল্লেখ করে এরশাদ বলেন, এ সরকারের আমলে এমনকি মায়ের পেটে শিশুরাও নিরাপদ নয়।

তিনি বলেন, আজ শুধু দেশের মানুষই নয়, বিদেশিরাও দেশে নিরাপদ নয়। নিরাপত্তার শঙ্কায় বিদেশি গার্মেন্টস ব্যবসায়ীরাও দেশে আসতে ভয় পাচ্ছে। দেশে চলছে সুশাসনের অভাব ও বিচারহীনতার সংস্কৃতি।

বর্তমান সরকারের আমলে প্রশাসনের ব্যাপক দলীয়করণ হচ্ছে দাবি করে সরকারের প্রতি তা বন্ধের আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই বিশেষ দূত।

সানবিডি/ঢাকা/রাআ