দেশের খ্যাতিমান কবি নির্মলেন্দু গুণ কবিতা লেখার পাশাপাশি ছোটপর্দা ও বড়পর্দায় মাঝে মাঝে অভিনয়ও করে থাকেন। এবার তাঁকে দেখা যাবে গায়ক হিসেবে।
নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে নির্মাতা মাসুদ পথিক নির্মাণ করছেন তার নতুন চলচ্চিত্র ‘দ্য পোয়েট্রি: কবিগাছ’। আর এতে থাকছে নির্মলেন্দুর কবিতা ‘আমি হয়তো মানুষ নই’। ছবিতে কবিতাটাই গানের সুরে গাইবেন কবি। এর সুর করেছেন পরিচালক মাসুদ পথিক নিজেই।
মাসুদ পথিক বলেন, ‘ছবিটির দৃশ্যধারণের কাজ শুরু হবে চলতি বছরের নভেম্বরে। এর আগেই গানসহ বেশকিছু কাজ শেষ করা হবে।’ এর আগে নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ পরিচালনা করেন মাসুদ পথিক।
সানবিডি/ঢাকা/রাআ