রাজধানীর সায়েন্স ল্যাবরেটোরিতে এইচএসসি পরীক্ষা কেন্দ্র বদলানোর দাবিতে সড়ক অবরোধ করে রেখেছে সিটি কলেজ শিক্ষার্থীরা।
রোববার দুপুর ১২টা থেকে অবরোধ করে শিক্ষার্থীরা। বিকাল সাড়ে ৩টায় এ রিপোর্ট লেখার সময়েও সড়ক অবরোধ অব্যাহত রয়েছে।
পাঁচ-ছয়শ' শিক্ষার্থী মিরপুর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করায় নীলক্ষেত থেকে কলাবাগান পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।
ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন যুগান্তর অনলাইনকে জানান, সিটি কলেজ শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষার কেন্দ্র পড়েছে রেসিডেন্সিয়াল মডেল কলেজ। শিক্ষার্থীরা এই কেন্দ্র বদলের দাবিতে সকাল ১০টার দিকে ধানমণ্ডির ৩ নম্বর সড়কে জমায়েত হয়ে বিক্ষোভ করে।
বিক্ষোভের এক পর্যায়ে দুপুর ১২টার দিকে সিটি কলেজের সামনে মিরপুর সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
অবরোধের কারণে বিকল্প পথে যান চলাচল অব্যাহত রাখার জন্য পুলিশ চেষ্টা করছে বলে জানান পুলিশের পরিদর্শক।
তিনি জানান, বিক্ষোভরত ছাত্রদের সংখ্যা পাঁচ থেকে ছয়শ'। তারা সবাই 'টিনএজ' হওয়ায় ঘটনাস্থলে ৬০ জন পুলিশ সদস্য মোতায়েন থাকলেও কোনো অ্যাকশনে যাওয়া হচ্ছে না।
পরিদর্শক হেলালউদ্দিন জানান,কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের বুঝানোর চেষ্টা করছেন।