ভোজ্যতেল আমদানিনির্ভর দেশ ভারতে বিভিন্ন ধরণের ভোজ্যতেলের মধ্যে সবচেয়ে বেশি আমদানি হয় অপরিশোধিত পাম অয়েল। কিন্তু হু হু করে দাম বাড়তে থাকায় পণ্যটির চাহিদা কমছে। বিপরীতে বাজার দখল করে নিচ্ছে অপরিশোধিত সয়াবিন তেল। নভেম্বরে পণ্যটির আমদানি দ্বিগুণ বেড়েছে। সলভেন্ট এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এই প্রতিবেদনের তথ্য বলছে, নভেম্বরে ভারত ৪ লাখ ৭৪ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল আমদানি করেছে। অক্টোবরে আমদানির পরিমাণ ছিল ২ লাখ ১৬ হাজার টন। সে হিসাবে আমদানি বেড়েছে ১১৮ দশমিক ৫৮ শতাংশ।
কস্ট, ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেইট (সিআইএফ) চুক্তিতে অপরিশোধিত সয়াবিন তেলের আমদানি মূল্য দাঁড়িয়েছে টনপ্রতি ১ হাজার ৪৫৯ ডলার। অক্টোবরে আমদানি মূল্য ছিল ১ হাজার ৪৫৩ ডলার।
ভারতের সয়াবিন তেল আমদানির প্রধান উৎস আর্জেন্টিনা ও ব্রাজিল। নভেম্বরে আর্জেন্টিনা থেকে ৩ লাখ ১৯ হাজার টন সয়াবিন তেল আমদানি করা হয়। গত বছরের একই সময় দেশটি থেকে আমদানি করা হয়েছিল ২ লাখ ৩৫ হাজার টন। এছাড়া ব্রাজিল থেকে এক লাখ টন আমদানি করা হয়। বাকি সয়াবিন তেল এসেছে মিসর, তুরস্ক ও ইউক্রেন থেকে।
এদিকে নভেম্বরে ভারতের অপরিশোধিত পাম অয়েল আমদানি দাঁড়িয়েছে ৪ লাখ ৭৭ হাজার টনে। অক্টোবরে আমদানি করা হয়েছিল ৬ লাখ ২৬ হাজার টন। সিআইএফ চুক্তিতে প্রতি টন আমদানি করা হয়েছে ১ হাজার ৪৩২ ডলারে। অক্টোবরে আমদানি মূল্য ছিল ১ হাজার ৩৬৯ ডলার।
সানবিডি/এনজে