দেশের বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)। স্বাধীনতার ৫০ বছর ধরে প্রতিষ্ঠানটি ধানের জাত ও নতুন প্রযুক্তি উদ্ভাবনসহ নানা কার্যক্রম চালিয়ে আসছে।
রাজধানী ঢাকা থেকে ৩৬ কিলোমিটার উত্তরে গাজীপুরের জয়দেবপুরে গড়ে উঠেছে গবেষণা প্রতিষ্ঠান ব্রি। এখানে ১৯টি একক বিষয়ভিত্তিক গবেষণা বিভাগ কাজ করছে। প্রতিষ্ঠানে ২০টি উন্নতমানের গবেষণাগার, একটি অত্যাধুনিক জার্মপ্লাজম ব্যাংক, ১০টি গ্রিন হাউজ, ১০টি নেট হাউজ এবং ৭৬ দশমিক ৮৩ একর পরীক্ষণ মাঠ রয়েছে।
এছাড়া দেশের বৈচিত্র্যময় কৃষি পরিবেশ অঞ্চলসমূহে ধান উৎপাদনের সমস্যা ও সম্ভাবনা পর্যবেক্ষণ ও সে বিষয়ে গবেষণার জন্য দেশের বিভিন্ন কৃষি পরিবেশ অঞ্চলে ১১টি আঞ্চলিক কার্যালয় স্থাপন করেছে, যা কুমিল্লা, হবিগঞ্জ, ফেনীর সোনাগাজী, ফরিদপুরের ভাঙ্গা, বরিশাল, রাজশাহী, রংপুর, কুষ্টিয়া, সাতক্ষীরা, সিরাজগঞ্জ এবং গোপালগঞ্জে অবস্থিত।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত ১০৬টি (৯৯টি ইনব্রিড ও ৭টি হাইব্রিড) উচ্চ ফলনশীল আধুনিক ধানের জাত উদ্ভাবন করেছে। বিখ্যাত কালিজিরা এবং কাটারিভোগ ধান বাংলাদেশের ভৌগলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধিত হয়েছে। এ প্রতিষ্ঠানের মাধ্যমে ধান উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্যে স্বনির্ভরতা ও খাদ্য নিরাপত্তা অর্জনে বাংলাদেশের দীর্ঘ সংগ্রাম ও সাফল্যের অংশীদার।
সানবিডি/এনজে