টাঙ্গাইলের মির্জাপুরে নাসির গ্লাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডে লাগা আগুন ১৫ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। এর আগে মির্জাপুরের গোড়াই ইউনিয়নের ধেরুয়ায় অবস্থিত নাসির গ্লাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডে বুধবার রাত ১১টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটসহ নাসির গ্লাসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন লাগার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ধেরুয়া এলাকায় নাসির গ্লাস ওয়্যার কারখানাটিতে রাত ১১টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ধীরে ধীরে আগুন চতুর্দিক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে টাঙ্গাইল, মির্জাপুর, বাসাইল, সখীপুর ও গাজীপুরের কালিয়াকৈর ফায়ার সার্ভিসসহ ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ১৫ ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিচতলার একটি গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা এখনই বলা যাচ্ছে না।
এএ