যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক সাংবাদিকসহ তিন গণমাধ্যমকর্মীকে গ্রেফতার করেছে ইথিওপিয়ার পুলিশ। গ্রেফতার এপির সাংবাদিক হলেন- আমির আমান কিয়ারো। বাকি দুইজন থমাস এঙ্গিাদা, আদ্দিসু মুলনেহ।
এ বিষয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, গত ২৮ নভেম্বর সংবাদ সংগ্রহ করে আমির আমান কিয়ারো রাজধানী আদ্দিস আবাবায় ফিরলে তাকেসহ আরও দুই সাংবাদিককে গ্রেফতার করা হয়। এপির পক্ষ থেকে অবিলম্বে সাংবাদিক কিয়ারোকে মুক্তি দিতে আহ্বান জানানো হয়েছে।
ইথিওপিয়া সরকার দেশটির তাইগ্রের বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এ কারণে দেশটিতে জরুরি অবস্থা চলছে। গত ৩ নভেম্বর জারি করা এই জরুরি অবস্থা ৬ মাস চলবে। এই অবস্থার মধ্যে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীকে পরোয়ানা ছাড়াই তল্লাশি এবং গ্রেফতারের ক্ষমতা দেওয়া হয়েছে।
খবরে বলা হয়েছে, জরুরি অবস্থার মধ্যে সামরিক কর্মকাণ্ডের কোনো তথ্য, যুদ্ধক্ষেত্রের ফলাফলের খবর প্রচার নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া কোনো ধরনের মিডিয়া প্লাটফর্ম ব্যবহার করে সন্ত্রাসীদের প্রতি সমর্থনও নিষিদ্ধ করা হয়েছে।
সানবিডি/এনজে