দেবহাটা রিপোর্টার্স ক্লাবের নব গঠিত কমিটির সাথে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি ও নির্বাহি কর্মকর্তা তাহমিনা খাতুন মত বিনময় করেছেন।
রবিবার সকাল ১১টায় নব গঠিত কমিটির নেত্রীবৃন্দুসহ সকল সদস্যরা উপস্থিত থেকে মত বিনিময় করেন। মতবিনিময় কালে উপজেলা চেয়ারম্যান সকল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।পাশাপাশি সাংবাদিকদের দেশের স্বার্থে সকল অপশক্তির বিরুদ্ধে লেখনিকে প্রসারিত করার কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক আব্দুর রব লিটু, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন ডাবলু, যুগ্ন-সাধারণ সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক এমএ মামুন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জিএম নাজমুল হোসেন, দপ্তর সম্পাদক শরিফুজ্জামান, ক্রিড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম সহ সকল সদস্যবৃন্দ।
সানবিডি/ঢাকা/রাআ