চার মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৭০৫ কোটি ডলার

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-১২-১৮ ১২:৫১:৫৫


আজ শনিবার আন্তর্জাতিক অভিবাসী দিবস । প্রতিবছর ১৮ ডিসেম্বর জাতিসংঘের সদস্যভুক্ত প্রতিটি রাষ্ট্র নানা আয়োজনে দিবসটি পালন করে থাকে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, দেশে বড় অঙ্কের রেমিট্যান্স পাঠিয়ে থাকেন প্রবাসীরা। চলতি অর্থবছরে চার মাসে (জুলাই-অক্টোবর) রেমিট্যান্স এসেছে ৭০৫ কোটি ৫১ লাখ ডলার।

এবারও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে দিবসটি। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘শতবর্ষে জাতির পিতা, সুবর্ণে স্বাধীনতা অভিবাসনে আনব মর্যাদা ও নৈতিকতা’।

দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

এছাড়া বাণী দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদও।

দিবসটি উপলক্ষ্যে আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

জাতিসংঘের সাধারণ পরিষদ ২০০০ সালের ৪ ডিসেম্বর দিনটি বিশ্বব্যাপী উদযাপনের সিদ্ধান্ত নেয়। মূলত বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ব্যাপক হারে অভিবাসন ও বিপুলসংখ্যক অভিবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় ঘিরেই এ দিবসের উৎপত্তি।

সানবিডি/ এন/আই