আবারও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) ২০২২-২৩ সালের মেয়াদে নির্বাচনে সভাপতি হয়েছেন ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেডের চেয়ারম্যান মো. ছায়েদুর রহমান একই সঙ্গে মহাসচিব নির্বাচিত হয়েছেন বিএমএসএল ইনভেস্টমেন্টের এমডি ও সিইও মো. রিয়াদ মতিন। এর আগে ২০২০-২১ মেয়াদেও এই দুজন বিএমবিএ’র সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বপালন করেন।
শনিবার (১৮ ডিসেম্বর) বিএমবিএ-এর কার্যনির্বাহী সদস্যরা তাদের নির্বাচিত করেন। নির্বাচিত কমিটিতে প্রথম সহ সভাপতি হয়েছেন আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা অসিত কুমার চক্রবর্তী এবং দ্বিতীয় সহ সভাপতি হয়েছেন আইডিএলসি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো: মনিরুজ্জামান সিএফএ।
এছাড়া, কোষাধাক্ষ পদে ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিম নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সন্ধানী লাইফ ফাইন্যান্সের এমডি ও সিইও মুহাম্মদ নজরুল ইসলাম, এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের এমডি ও সিইও মো. ওবায়দুর রহমান, এএফসি ক্যাপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব হোসেন মজুমদার, সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেসের এমডি মো. আবু বকর, বানকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের এমডি ও সিইও মো. হামদুল ইসলাম, আলফা ক্যাপিটাল ম্যানেজম্যান্টের এমডি ও সিইও নুর আহামেদ, এশিয়ান টাইগার্স ক্যাপিটাল পাটনার্ন্স ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক মীর মাহফুজুর রহমান।
এএ