বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর (দপদপিয়া) টোল প্লাজায় অভিযান চালিয়ে দুই ট্রাক থেকে ৩৫ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
আজ শনিবার (১৮ ডিসেম্বর) সকালে জব্দকৃত জাটকা বিভিন্ন মাদরাসার লিল্লাহ বোডিং, এতিমখানা এবং গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়।
এ বিষয়ে মৎস্য অধিদফতরের বরিশাল কার্যালয়ের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, কোস্টগার্ড সদস্যরা সকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর (দপদপিয়া) টোল প্লাজায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এসময় পটুয়াখালী থেকে আসা দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৫ মণ জাটকা জব্দ করেন।
পরে জব্দকৃত জাটকা বিভিন্ন মাদরাসার লিল্লাহ বোডিং, এতিমখানা এবং গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়।
সানবিডি/এনজে