বাংলাদেশের দরজায় কড়া নাড়ছে ই-সিম। দেশের প্রথম ই-সিম ব্র্যান্ড বন্ধু-র হাত ধরে ইলেক্ট্রনিক সিমের জগতে প্রবেশ করে বাংলাদেশ। ১৬ ডিসেম্বর যাত্রা শুরু করে বন্ধু। ই-সিম হলো নতুন স্ট্যান্ডার্ড যা ক্যারিয়ার বদল করা বা আপনার বিদ্যমান ফোনে একটি সেকেন্ড সিম যোগ করা সহজ করে তুলবে। ই-সিমের আসল ড্রাইভটি ইন্টানেট অব থিংস থেকে এসেছে।
সানবিডি/এনজে