গুজবে কান না দেওয়ার আহবান প্রবাসী মন্ত্রীর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-১৮ ১৮:১৯:১০
প্রবাসী কল্যাণ ও বৈদেশেক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
আজ শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসন দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় ইমরান আহমেদ বলেন, গত মাসে এক লাখেরও বেশি লোক বিদেশে পাঠিয়েছি। এ মাসে পাঠানো হয়েছে ৬৪ হাজার। এ টার্গেট আমরা মেনে চললে বছর শেষে ৯ লাখ থেকে সাড়ে ৯ লাখ মানুষ বিদেশে পাঠাতে সক্ষম হব। প্রবাসীদের জন্য যে ব্যবস্থা করতে হয় ও সুযোগ-সুবিধা দিতে হয়, সেখানে দায়ভার চলে আসে প্রবাসী মন্ত্রণালয় ও রুটিং এজেন্সির ওপর। আমরা সকলেই নিজ নিজ দায়িত্ব পালন করলেই তার টার্গেট পূরণ করা সম্ভব।
মন্ত্রী বলেন, কোনো কোনো দেশে কর্মসংস্থান খুলেছে। মানুষ আবার যেতে শুরু করেছে। আরও শ্রমবাজার খুলবে।
সানবিডি/এনজে