সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলন, সভা-সমাবেশ নিষিদ্ধ করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। সভা-সমাবেশ বা প্রেস কনফারেন্স করার আগে সুপ্রিম কোর্ট প্রশাসনের অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি জানিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ। এ ধরনের নিয়ম কেন করা হলো, জানতে চাইলে তিনি বলেন, ‘আগে থেকেই এরকম নিয়ম ছিল।’
হঠাৎ করে এ ঘোষণা কেন? এ প্রশ্নের উত্তরে তিনি বাংলামেইলকে বলেন, ‘আপনারা তো বুঝতেই পেরেছেন কেন আমরা এ ঘোষণা দিলাম।’
রোববার বিচারপতি এএইএম শামসুদ্দিন চৌধুরী মানিকের প্রেস কনাফারেন্স করার একদিন পরই পুনরায় এ ঘোষণা দেয়া হলো।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন ছাড়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কোনো ধরনের সংবাদ সম্মেলন করতে হলে সুপ্রিম কোর্ট প্রশাসনের পূর্ব অনুমতি নিতে হবে।