মালদ্বীপের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির খসড়া অনুমোদন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-১৯ ১৭:১২:১৭
মালদ্বীপের কারাগারে থাকা সাজাপ্রাপ্ত বন্দিদের দেশে ফিরিয়ে আনার পথ সুগম করতে দেশটির সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত একটি চুক্তির খসড়া অনুমোদন দেয়া হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বৈঠকে যুক্ত হন সরকারপ্রধান।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের জানান, মালদ্বীপে বাংলাদেশি ৪৩ জন আসামি রয়েছে। এছাড়া ৪০ জনের মামলা চলছে। তবে এই বন্দি বিনিময় চুক্তির ফলে আমরা তাদের দেশে কোনো আসামি থাকলে ফিরিয়ে আনতে আমরা আবেদন করতে পারব। একই সঙ্গে তারাও আমাদের দেশে তাদের কেউ থাকলে আবেদন করতে পারবে। এছাড়া আসামি নিজেও আবেদন করতে পারবে।
এ সময় মন্ত্রিপরিষদ সচিব বলেন, রোববার থেকে ট্রয়াল হিসেবে করোনার টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। ফ্রন্টলাইনার ও ষাটোর্ধদের অগ্রাধিকার দেওয়া হবে। সাড়ে ৫ কোটি ভ্যাকসিনের ফ্যাসিলিটি রয়েছে। তবে টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন খুব কম হচ্ছে।
রেজিস্ট্রেশন করার পরেও এসএমএস পেতে দেরি হয়, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এজন্য একটু অপেক্ষা করতে হবে। তবে আমি কথা বলব।
সানবিডি/এনজে