আরবিকে আনুষ্ঠানিক ভাষা করতে যাচ্ছে ফিফা
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২০ ১১:১৩:৫৯

আরবিকে আনুষ্ঠানিক ভাষা হিসেবে ঘোষণা করতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
আরব কাপের চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে এ প্রস্তাবনা উত্থাপন করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
জানা যায়, সম্প্রতি আরব কাপের আয়োজক দেশ কাতার এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার স্টেকহোল্ডার দেশগুলোর প্রতিনিধির সঙ্গে দীর্ঘ আলোচনা করে ফিফার কর্মকর্তারা। এরপর ফিফা সভাপতি ইনফান্তিনোর কাছে এ বিষয়ে প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাব সাগ্রহে গ্রহণ করেন ইনফান্তিনো।
উল্লেখ্য, বর্তমানে ফিফার চারটি আনুষ্ঠানিক ভাষা রয়েছে – ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান ও স্প্যানিশ। এবার এ তালিকায় পঞ্চম ভাণা হিসেবে যুক্ত হতে চলেছে আরবি।
প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর ছিল বিশ্ব আরব ভাষা দিবস। বিশ্বে অন্তত ২০টি দেশের ৪৫ কোটি মানুশের মাতৃভাষা আরবি। এছাড়াও বিশ্বব্যাপী অনেক দেশেই আরবি ভাষাভাষী মানুষ ছড়িয়ে আছে। তাছাড়া ইসলাম ধর্মীয় ভাষা আরবি বিধায় বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ে ভাষাটি নিয়মিতই চর্চিত।
সানবিডি/ এন/আই







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












