রোববার অমর একুশে গ্রন্থমেলার ৭তম দিনে মেলায় নতুন বই এসেছে ১১৮টি এবং ১০টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বিষয়ভিত্তিক বই:
গল্প-১৪টি, উপন্যাস-২০টি, প্রবন্ধ-৮টি, কবিতা-৩৩টি, গবেষণা-৯টি, ছড়া-৩টি, শিশুতোষ-৩টি, জীবনী-২টি, রচনাবলী-০টি, মুক্তিযুদ্ধ-৪টি, নাটক-০টি, বিজ্ঞান-০টি, ভ্রমণ-২টি, ইতিহাস-২টি, রাজনীতি-০টি, চিকিৎসা-০টি, কম্পিউটার-০টি, রম্য/ধাঁধা-৪টি, ধর্মীয়-২টি, অনুবাদ-০টি, অভিধান-০টি, সায়েন্স ফিকশন-২টি এবং অন্যান্য-১৯টি।
উল্লেখযোগ্য কিছু বই:
আখতার হোসেনের শিশুতোষ বই ভোজর ভোজবাজি প্রকাশ করেছে ময়ূরপঙ্খী প্রকাশনী, হাসান হাফিজের কবিতার বই কেমন আশ্চর্য পাপ প্রকাশ করেছে শোভা প্রকাশনী, মো. আনোয়ার হোসেন ফকিরের কৌতুকের বই 'হাসি নিয়ে হাসা-হাসি' প্রকাশ করেছে শোভা প্রকাশনী, হাসান আজিজুল হকের উপন্যাস 'দ্য ফায়ার বার্ড' প্রকাশ করেছে পাঞ্জেরী প্রকাশনী এবং মাসুদপাভেজের ছোটগল্পের বই 'জোল জোসনায় বাসর' প্রকাশ করেছে ঝিঙেফুল প্রকাশনী। সব বইয়ের লিস্ট দেখতে ক্লিক করুন।
অনুষ্ঠানমালা:
বাংলা একাডেমি কর্তৃক সম্প্রতি প্রকাশিত সালাহ্উদ্দীন আহ্মদ সংবর্ধনাগ্রন্থ-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রোববার বিকেল ৪:৩০টায় অমর একুশে গ্রন্থমেলার সোহ্রাওয়ার্দী উদ্যান অংশের হুমায়ূন আহমেদ চত্বরে। মোড়ক উন্মোচনে অংশ নেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন এবং বিশিষ্ট গবেষক অধ্যাপক ড. গোলাম মুরশিদ।
গ্রন্থটির সম্পাদনা করেছেন আনিসুজ্জামান, শামসুজ্জামান খান ও সিরাজুল ইসলাম। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন শিল্পী মামুন কায়সার, মূল্য রাখা হয়েছে ৭০০ টাকা।
আজকের অনুষ্ঠান:
আজ ৮ ফেব্রুয়ারি সোমবার। বিকেল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে বাংলা একাডেমির হীরকজয়ন্তী: পাঠ্যপুস্তক রচনা, অতীত থেকে বর্তমান শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন সুব্রত বড়ুয়া। আলোচনায় অংশগ্রহণ করবেন রতন সিদ্দিকী, মলয় ভৌমিক ও নূরুন্নাহার মুক্তা। সভাপতিত্ব করবেন অধ্যাপক অজয় রায়। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংগীত সন্ধা:
সন্ধ্যায় সালাউদ্দিন বাদলের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘বাংলাদেশ আওয়ামী শিল্পীগোষ্ঠী অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন- কণ্ঠশিল্পী খুরশিদ আলম, মহিউজ্জামান চৌধুরী, খায়রুল আনাম শাকিল, নাসিমা শাহীন ফেন্সী, নবীন কিশোর, রোকসানা হোসেন, জয় শাহরিয়ার এবং তানজিনা করিম স্বরলিপি। যন্ত্রশিল্পী ছিলেন- গৌতম মজুমদার (তবলা), আলমাস আলী (বেহালা), হাসান আলী (বাঁশি), রবিনস চৌধুরী (কি-বোর্ড), প্রদীপ কুমার কর্মকার (প্যাড)।
সানবিডি/ঢাকা/এসএস