ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর বাইরে লক্ষণীয় মাত্রায় কমেছে ফ্রান্সের গম। অক্টোবরে প্রাণবন্ত থাকলেও সর্বশেষ নভেম্বরে কৃষিপণ্যটির রফতানি তিন বছরের সর্বনিম্নে নেমেছে। এর আগে ২০১৮-১৯ বিপণন মৌসুমে গম রফতানিতে এমন নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছিল। পণ্যবাহী জাহাজের তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান রেফিনিটিভ সম্প্রতি এ তথ্য জানিয়েছে।
এ বিষয়ে রেফিনিটিভের প্রাথমিক তথ্য বলছে, জুলাইয়ে ফ্রান্সে ২০২১-২২ বিপণন মৌসুম শুরু হয়েছে। মৌসুমের পঞ্চম মাস নভেম্বরে ২৭টি দেশভুক্ত ব্লকটির বাইরে ফ্রান্স ৮ লাখ ২ হাজার ৭০০ টন গম রফতানি করে।
ইইউ ব্লকের বাইরে ফ্রান্সে উৎপাদিত গমের প্রধান রফতানি গন্তব্য ছিল আলজেরিয়া। প্রাথমিক প্রাক্কলনে দেখা গেছে, গত মাসে উত্তর আফ্রিকার দেশটিতে ২ লাখ ৫৬ হাজার ৭০০ টন গম রফতানি করে ফ্রান্স। দ্বিতীয় সর্বোচ্চ গম রফতানি করা হয় চীনে। রফতানির পরিমাণ ছিল ২ লাখ ৩৭ হাজার ৭০০ টন। অথচ অক্টোবরে দেশটিতে রফতানি করা হয়েছিল ৫ লাখ ১৪ হাজার ৮০০ টন গম, যা ছিল এশিয়ার দেশগুলোর মধ্যে চলতি মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ রফতানি।
সানবিডি/এনজে