বাগেরহাটের মোংলায় কোস্টগার্ডের হাতে বিপুল পরিমাণ চোরাই তেলসহ এক পাচারকারীক আটক হয়েছে। আজ সোমবার (২০ ডিসেম্বর) ভোরে মোংলা বন্দর চ্যানেলের হারবাড়িয়া এলাকা থেকে এই তেলসহ ওই ব্যক্তিকে আটক করা হয়। কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লে. কমান্ডার মামুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করে
এ ব্যাপারে কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি ইঞ্জিনচালিত ট্রলারে থাকা প্রায় তিন হাজার লিটার তেল জব্দ করে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি দল। এ সময় ওই তেল পাচারের সঙ্গে জড়িত হাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে আটক হয়।
মামুনুর রশিদ জানান, জব্দ করা তেল ও ট্রলারসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
সানবিডি/এনজে