কুয়েতের বাহিরে ৬ মাসের বেশি থাকলে গৃহকর্মীদের আকামা বাতিল
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২০ ২০:৩৮:৩৯
কুয়েতের বাহিরে থাকা ২০ নম্বর আকামাধারী গৃহকর্মীরা ছুটিতে গিয়ে ৬ মাসের বেশি থাকলে তাদের আকামা স্বকীয়ভাবে বাতিল হয়ে যাবে।
স্থানীয় গণমাধ্যম আরও উল্লেখ করা হয় ১ ডিসেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
তবে কোনো গৃহকর্মী যদি ৬ মাসের বেশি সময় ছুটি কাটাতে চায় তাহলে আগে তার মালিককে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করতে হবে। গৃহকর্মীদের নতুন সিভিল আইডিতে ইলেকট্রনিক চিপ যুক্ত করার ঘোষণা দিয়েছে। পূর্বের সিভিল আইডির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত আগেরটা ব্যবহার করা যাবে।
সানবিডি/এনজে