ভারতে এ পর্যন্ত মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে দুইশ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৭৭ জন। খবর এনডিটিভির।
সবচেয়ে বেশি ওমিক্রন ধরনের সংক্রমণ ঘটেছে মহারাষ্ট্র ও দিল্লিতে এবং আক্রান্ত হয়েছেন ৫৪ জন করে। এরপর রয়েছে তেলেঙ্গানা রাজ্যে ২০ জন, কর্ণাটকে ১৯, রাজস্থানে ১৮, কেরালায় ১৫ এবং গুজরাটে ১৪ জন।
দেশটির মন্ত্রণালয়ের মঙ্গলবারের তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৩২৬ জন। দেশটিতে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লাখ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৫৩ জন এবং মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৮ হাজার জনের।
সানবিডি/এনজে