অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারের বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নের খেতাব নিয়ে খেলতে নামবে জুনিয়র টাইগাররা। আগামী মাসেই বসবে আরেকটি বিশ্বকাপ। তার আগে চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতে হবে অনূর্ধ্ব-১৯ দলের এশিয়া কাপ। এই দুই মেগা টুর্নামেন্টে অংশ নিতে আজ (মঙ্গলবার) দেশ ছাড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
সন্ধ্যা ৭.৪৫টায় দুবাইগামী বিমানে উঠবে যুব টাইগাররা। সেখান এশিয়া কাপের মিশন শেষে আগামী ১ জানুয়ারি দুবাই থেকে বিশ্বকাপে অংশ নিতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাবে অধিনায়ক রাকিবুল হাসানের দল।
দলের সঙ্গে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভলপমেন্টে বিভাগের ম্যানেজার আবু এনাম মোহাম্মদ কায়সার ঢাকা পোস্টকে বলেন, ‘আজ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুবাই যাচ্ছি আমরা। সেখান থেকে জানুয়ারির ১ তারিখ যাব বিশ্বকাপ খেলতে।’
এশিয়া কাপ শুরু হবে আগামী ২৩ ডিসেম্বর। তবে বাংলাদেশ দল মাঠে নামবে ২৪ তারিখ, প্রতিপক্ষ নেপাল অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশ তাদের বাকি ম্যাচগুলো খেলবে আগামী ২৫ ও ২৮ ডিসেম্বর, যথাক্রমে কুয়েত ও শ্রীলঙ্কার বিপক্ষে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর। এশিয়া কাপে বাংলাদেশ আছে গ্রুপ ‘বি’ তে। যেখানে প্রতিপক্ষ নেপাল, শ্রীলঙ্কা ও কুয়েত। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের সাথে আছে আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
এশিয়া কাপ শেষে মিশন বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজে আগামী ১৪ জানুয়ারি শুরু হবে এবারের আসর, যার পর্দা নামবে ৫ ফেব্রুয়ারি। এই বিশ্বকাপে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ দল। গ্রুপ পর্বে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ ইংল্যান্ড, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত। যুব বিশ্বকাপের চতুর্দশ আসরে অংশ নেবে ১৬টি দল। ফাইনালসহ মাঠে গড়াবে মোট ৪৮টি ম্যাচ।
‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশ নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ২০২২ সালের ১৬ জানুয়ারি। এই ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে মেহরাব হোসেন অহীনের দল। এছাড়া ২০ জানুয়ারি কানাডা ও ২২ জানুয়ারি আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে।
এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল-
রাকিবুল হাসান (অধিনায়ক), প্রান্তিক নওরোজ নাবিল (সহ-অধিনায়ক), মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, এসএম মেহেরব হাসান, আইচ মোল্লা, আব্দুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহযিবুল ইসলাম, আরিফুল ইসলাম মো: ফাহিম, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মন্ডল, মো: আশিকুজ্জামান, তানজিম হাসান সাকিব ও নাইমুর রহমান নয়ন।
ট্রাভেল রিজার্ভ : আহসান হাবিব লিওন, জিদান আলম।
স্ট্যান্ড বাই : মহিউদ্দিন তারেক, তৌহিদুল ইসলাম ফেরদৌস, সাকিব শাহরিয়ার এবং গোলাম কিবরিয়া।
সানবিডি/ এন/ আই