জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক রাশিয়াকে ২ লাখ ৩০ হাজার ডলার জরিমান দিয়েছে। সোশ্যাল মিডিয়াটিতে থাকা কিছু কনটেন্টকে অবৈধ বলে দাবি করে, এগুলোকে সরিয়ে ফেলতে বলেছিল রাশিয়া। তবে এতে ফেসবুক ব্যর্থ হওয়ায় কোম্পানিটিকে এখন এই বিশাল অংকের ক্ষতিপূরণ দিতে হচ্ছে। আগামি সপ্তাহে রাশিয়ার আদালতে আরও একটি মামলার রায় হবে যাতে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা ও গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটকে জরিমানা করা হতে পারে। ধারণা করা হচ্ছে, রাশিয়ায় কোম্পানি দু’টি বাৎসরিক যে লাভ করে তার একটি অংশ জরিমানা হিসাবে দাবি করা হবে।
এ ব্যাপারে রয়টার্স জানিয়েছে, জরিমানা ইস্যুতে ফেসবুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত অক্টোবরেই জরিমানার ওই অর্থ আদায়ের চেষ্টা চালায় রাশিয়া। দেশটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর উপর নিজের নিয়ন্ত্রণ বিস্তারের জন্যেই এই চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ পশ্চিমা বিশ্লেষকদের।
মেসেজিং অ্যাপ টেলিগ্রামকেও ১৫ মিলিয়ন রুবল জরিমানা করেছে দেশটি। এ নিয়ে টেলিগ্রামের প্রতিক্রিয়া জানতে যোগাযোগ করা হলেও কোম্পানিটি সাড়া দেয়নি।
সানবিডি/এনজে