বৈশ্বিক বাজারে দাম বেড়েছে ভুট্টা ও সয়াবিনের।দক্ষিণ আমেরিকার দেশগুলোয় শুষ্ক আবহাওয়ার কারণে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কায় কৃষিপণ্য দুটির মূল্য বৃদ্ধি পেয়েছে। তবে গমের দাম কিছুটা কমেছে। খবর নাসডাক ও রয়টার্স।
মঙ্গলবার শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিনের দাম দশমিক ১ শতাংশ বেড়েছে। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ১২ ডলার ৯৩ সেন্ট। একই দিন ভুট্টার দাম দশমিক ২ শতাংশ বেড়েছে। প্রতি বুশেলের মূল্য স্থির হয়েছে ৫ ডলার ৯২ সেন্ট। এ নিয়ে টানা ছয় কার্যদিবসে কৃষিপণ্যটির বাজারদর বৃদ্ধি পেয়েছে। তবে গমের দাম দশমিক ১ শতাংশ কমে বুশেলপ্রতি ৭ ডলার ৭৭ সেন্টে নেমেছে।
আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স গ্রেইনস এক্সচেঞ্জ জানায়, দেশটির কেন্দ্রীয় ফার্ম বেল্টে আগামী কয়েকদিন তীব্র গরম আবহাওয়া বিরাজ করতে পারে। ফলে অঞ্চলটিতে আবাদকৃত ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে কৃষিপণ্যের বাজার পর্যবেক্ষকরা জানান, শুষ্ক আবহাওয়ার কারণে কৃষিপণ্য উৎপাদনে চ্যালেঞ্জের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট ঝড়ো হাওয়া দেশটির প্রধান কৃষিপণ্য উৎপাদন অঞ্চলে আঘাত হেনেছে। ফলে ক্ষতির সম্মুখীন হয়েছে শীতকালীন ফসল। এসব কারণে খাদ্যশস্যের আন্তর্জাতিক বাজার কিছুটা অস্থিতিশীল হয়ে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সানবিডি/এনজে