বঙ্গোপসাগরের কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে চারটি মাছ ধরার ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাত ১১টার দিকে বঙ্গোপসাগরে গুলিদার নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে জলদস্যুর গুলিতে ৪ জন গুলিবিদ্ধসহ ১৫ জন জেলে আহত হয়েছেন। এ সময় জলদস্যুরা দুই ট্রলারে ৫ লাখ টাকার মাছসহ বড়শি লুট করে ট্রলারের মেশিন নষ্ট করে দিয়েছে।
ডাকাতদের হামলার খবর পেয়ে কক্সবাজার জেলা পুলিশের একটি টিম আহতদের উদ্ধার করে আজ বুধবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছে। বিষয়টি নিশ্চিত করে ট্রলারের মালিক আমির হোসেন বলেন, সাগরে জলদস্যুর উৎপাত বেড়েছে, এ কারণে জেলেরা সাগরে মাছ ধরতে যেতে ভয় পায়।
আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ ছাড়া আরও ৪ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
আহত জেলেরা জানান, হঠাৎ করে সাগরে মাছ ধরার সময় জলদস্যুরা হানা দেয়। আমরা ট্রলার না থামালে তারা গুলি ছুঁড়ে, এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়। তারা ট্রলারে এসে মারধর ও কুপিয়ে জখম করে এবং জাল সব লুট করে নিয়ে যায়। জলদস্যুরা বাঁশখালী, কুতুবদিয়া ও মহেশখালীর বলে জানান তারা।
এ বিষয়ে মহেশখালী-কুতুবদিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জাহিদুল ইসলাম বলেন, যেখানে ঘটনা ঘটেছে, তা আমাদের এলাকার বাইরে, তারপরও সাগরে জলদস্যুর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।
সানবিডি/এনজে