হিলিতে ফের কমেছে পেঁয়াজের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-১২-২৩ ১৪:১২:০০

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি নিম্নমুখী থাকলেও কমেছে দাম। বাজারে দেশীয় পেঁয়াজ উঠতে শুরু করায় দাম কমছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে দাম কমায় স্বস্তি ফিরেছে পাইকার ও ভোক্তাদের মাঝে।
ব্যবসায়ীরা জানান, একদিনের ব্যবধানে পাইকারিতে কেজিতে ২ টাকা করে কমেছে পেঁয়াজের দাম। বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ ২৬ টাকা দরে বিক্রি হচ্ছে। একদিন আগেও ২৭-২৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।
বন্দরসংশ্লিষ্টরা জানান, দেশের বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা কম। ফলে বন্দর দিয়ে আমদানি অব্যাহত থাকলেও তা আগের তুলনায় কমেছে। দেশীয় পেঁয়াজ উঠতে শুরু করায় চাহিদার তুলনায় সরবরাহ বাড়ছে।
সানবিডি/এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













