বাংলাদেশে সরকার এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ‘ইরিগেশন ম্যানেজমেন্ট ইমপ্রুভমেন্ট’ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় সাড়ে ১৩ মিলিয়ন মার্কিন ডলার বাড়তি অর্থায়ন করছে এডিবি। প্রতি ডলার সমান ৮৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় হয় ১১৪ কোটি ৭৫ লাখ টাকা।
আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানী ঢাকায় জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে বাংলাদেশ সরকার ও এডিবির সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির পক্ষে সংস্থাটির বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং চুক্তিতে স্বাক্ষর করেন। পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) এ প্রকল্প বাস্তবায়ন করছে।
মূল প্রকল্পের জন্য ২০১৪ সালের ১৪ আগস্ট ৪৬ মিলিয়ন মার্কিন ডলার ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। কাজের পরিধি বৃদ্ধির কারণে অতিরিক্ত অর্থায়ন হিসেবে ১৪ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার (এডিবি ১৩.৫ মিলিয়ন মার্কিন ডলার, জিওবি ১.১ মিলিয়ন মার্কিন ডলার) অর্থায়ন করা হচ্ছে। এর ফলে বাংলাদেশি মুদ্রায় মোট ৫৮০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন হবে। প্রকল্পটির আওতায় সরকারি অর্থায়ন ১০৪ কোটি ১৪ লাখ টাকা ও প্রকল্প সাহায্য হিসেবে এডিবি দিচ্ছে ৪৭৬ কোটি টাকা। এক্ষেত্রে অতিরিক্ত অর্থায়ন হিসেবে এডিবি সাড়ে ১৩ মিলিয়ন মার্কিন ডলার (১১৪ কোটি ৭৫ লাখ টাকা) সহজ শর্তে ঋণ দেবে। ঋণের বার্ষিক সুদের হার ২ শতাংশ। এই ঋণ ৫ বছর গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধযোগ্য।
সানবিডি/এনজে