চলতি বছরের প্রথম পাঁচ মাসে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে রফতানি আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৪৫ শতাংশ বেড়েছে। বন্দরসংশ্লিষ্ট ও রফতানিকারকরা বলছেন, ভারতে বাংলাদেশী পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় রফতানি আয়ে প্রবৃদ্ধি এসেছে।
এ বিষয়ে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা সূত্রে জানা গেছে, জুলাই-নভেম্বর পর্যন্ত চলতি অর্থবছরের পাঁচ মাসে এ বন্দর দিয়ে বাংলাদেশী পণ্য রফতানি হয়েছে ১ লাখ ২৯ হাজার ৭৩৯ টন। এসব পণ্যের রফতানি মূল্য ১ হাজার ২৬৯ কোটি ১২ লাখ টাকা। গত অর্থবছরের জুলাই-নভেম্বর পর্যন্ত এ বন্দর দিয়ে পণ্য রফতানি হয়েছে ৮৬ হাজার ১৫৭ টন, যার রফতানি মূল্য ৬৭২ কোটি ৯০ লাখ টাকা। সে হিসেবে রফতানি বেড়েছে ৩০ শতাংশ এবং রফতানি আয় বেড়েছে প্রায় ৪৫ শতাংশ।
ভোমরা বন্দর দিয়ে যেসব পণ্য রফতানি হয় তার মধ্যে উল্লেখযোগ্য তাঁতের শাড়ি, গার্মেন্টস বর্জ্য, রাইস ব্র্যান অয়েল, মধু, ক্লিনিক ক্লথ, পাটের সুতা, পাটের চট, নারিকেল শলা, প্রাণ জুস, লিচু ড্রিংকস, প্রাণ চানাচুর ও চিপস।
ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বে থাকা কাস্টমসের বিভাগীয় সহকারী কমিশনার আমীর মামুন বলেন, যেকোনো দেশের পণ্য আমদানি-রফতানি বৃদ্ধি সেদেশের চাহিদার ওপর নির্ভর করে। গত বছরের তুলনায় চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে বন্দরের রফতানি আয় বেড়েছে ৪৫ শতাংশেরও বেশি।
সানবিডি/এনজে