চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জাহাজ ভাঙার কাজ করার সময় অগ্নিকাণ্ডে চার শ্রমিক দগ্ধ হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শীতলপুর এলাকায় শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—সোহেল রানা (২৬), জাহিদ হাসান (৩০), মিজানুর রহমান মিলন (৪০) ও মো. ফিরোজ (২০)। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক তদন্ত সুমন বণিক জানান, সকালে শীতলপুরের যমুনা শিপ ব্রেকার্সে জাহাজ ভাঙার কাজ করার সময় তৈলাক্ত পদার্থ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। তবে এতে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
সানবিডি/এনজে