বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, দেশের অর্থনীতিতে এসএমই খাতের গুরুত্ব অনেক। আমরা এই খাত এগিয়ে নিতে কাজ করছি। এখন পুঁজিবাজার থেকে এসএমই খাতের কোম্পানিগুলো অর্থ সংগ্রহ করতে পারে। এক্ষেত্রে মূল মার্কেটের তুলনায় অনেক ছাড় দেওয়া হয়েছে। প্রয়োজনে ভবিষ্যতে আরও সুবিধা দেওয়া হবে।
শনিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে দৈনিক বাণিজ্য প্রতিদিনের ১ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘এসএমই খাতের উন্নয়নে পুঁজিবাজারের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের পিছনে স্মল এন্ড মিডিয়াম ইন্ডাস্ট্রির সাথে সাথে মাইক্রো এন্ড কটেজ ইন্ডাস্ট্রিরও অবদান রয়েছে। আমরা এখন একদিকে যেমন এসএমই বোর্ড করে দিয়েছি এসএমই সাইডের উন্নয়নের জন্য যেন তারা তাড়াতাড়ি আসে এবং তাদের পুঁজির সংস্থান করতে পারি আরেকদিকে মাইক্রো এন্ড কটেজ ইন্ডাস্ট্রির জন্য আমরা ভেঞ্চার ক্যাপিটাল করে দিয়েছি। ভেঞ্চার ক্যাপিটাল আইনও হয়ে গেছে ভেঞ্চার ক্যাপিটালের লাইসেন্স কয়েকটা দেয়া হয়ে গেছে বলেও জানান তিনি।
শিবলী রুবাইয়াত বলেন, বাংলাদেশের তরুণরা সাংঘাতিক ইনোভেটিভ। তাদের বুদ্ধি আছে শক্তি আছে সাহস আছে এবং সে যদি অন্যের প্রতিষ্ঠানে চাকরি না করে যদি নিজে উদ্যোক্তা হয়ে কিছু লোকের চাকরির ব্যবস্থা করতে পারে সেটা আমাদের দেশের জন্য একটা বিরাট উপকার হবে। সেজন্য আমরা মনে করি কোনভাবে যদি একজন উদ্যোক্তা সৃষ্টি করা যায় সে কটেজ হোক মাইক্রো হোক বা এসএমইতে হোক সে শুধু উৎপাদন করবে তা নয় বেশকিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে যেটা আমাদের জন্য খুবই গুরত্বপূর্ণ।
অনুষ্ঠানে সাবেক সচিব ফারুক হোসেন বলেন, আমাদের শিল্প-প্রতিষ্ঠানসমূহের ৮০ ভাগই হলো এসএমই এবং আমাদের জিডিপির ৩০ ভাগ আসে এসএমই থেকে এবং আমাদের ২৫ ভাগ কর্মসংস্থান এখনও এসএমইতে। তিনি বলেন, এ কোভিডকালীন সারা বিশ্বের অর্থনীতি পর্যদুস্ত হলেও বাংলাদেশের অর্থনীতির কিছুই হয়নি কারণ এসএমই খাত।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতির জন্য একটি মিরাকল ইনফরমাল সেক্টর এসএমই। এ ইনফরমাল সেক্টর আমাদের জন্য একটি ম্যাজিক যা বাংলাদেশের অর্থনীতিকে সবসময় সক্ষম করে রাখে। করোনাকালীন বড় বড় ইন্ডাস্ট্রিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হলেও স্মল এন্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিগুলো কোন না কোনভাবে সাসটেইন করেছে। কিন্তু তাদের যে সহযোগিতা দরকার ছিলে সরকার সেটা দিলেও তারা ঠিকমতো পায়নি বলে আমরা জেনেছি এবং এখানে খুব শৃঙ্খলাপূর্ণভাবে কাজ হয় না তাই যে উদ্যোগ নেয়া হয়েছে পুঁজিবাজার থেকে তাদের সাপোর্ট দেয়া বর্তমান কমিশন খুব গুরুত্বের সহিত বিষয়টি ম্যানেজ করবেন।
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান বলেন, পুঁজিবাজারে এসএমই বোর্ডে তালিকাভুক্ত কোম্পানিগুলোর লেনদেনে গতি ফেরাতে ১০ লাখ টাকা বিনিয়োগ আছে এমন বিনিয়োগকারীদের লেনদেনের সুযোগ দেওয়া উচিত। অন্যথায় এ খাতে লেনদেনে গতি ফিরবে না। একইসঙ্গে এই খাতের উন্নয়নে প্রথম দুই বছর কোম্পানিগুলোকে লভ্যাংশ প্রদানের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া দেওয়া এবং আগামী বাজেটে ১৫ শতাংশ করের পরিবর্তে ৫ শতাংশ কর আরোপের প্রস্তাব দেন।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির সভাপতি মির্জা নুরুল গণি শোভন বলেন, আমাদের আমাদের জাতীয় অর্থনীতিতে প্রায় ২৪ থেকে ২৫ ভাগ অংশ জুড়ে রয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প। এখানে সরকারের উদ্দেশ্য হচ্ছে ২০৪১ সালের মধ্যে যখন আমাদের উন্নত রাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা তখন যাতে আমাদের এখান থেকে অর্থনীতিতে ৩৫ থেকে ৪০ শতাংশ অবদান আসে সেভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, আমারা যদি আমদের টোটাল ইনফরমাল অর্থনীতির কথা চিন্তা করি এসএমই খাত সহ তাহলে আমরা দেখব আমাদের কর্মক্ষেত্র হচ্ছে ৮৭ শতাংশ। অথচ এত বড় কর্মক্ষেত্র সমৃদ্ধ একটি খাত নিয়ে তেমন কোনো আলোচনা হচ্ছে না। অনেক ছোট ছোট খাত নিয়েও সরকারের অনেক নীতিমালা রয়েছে কিন্তু এতবড় একটি খাতে কোনো নীতিমালা নাই। আমরা এ খাতে নীতিমালা তৈরীর উদ্যোগ গ্রহণ করেছি যা খুব অচিরেই আমরা প্রণয়ন করতে পারবো।
বাণিজ্য প্রতিদিনের চিফ রিপোর্টার গিয়াস উদ্দিনের সঞ্চলনায় এবং সম্পাদক একেএম রাশেদ শাহরিয়ারের সভাপতিত্বে সেমিনারে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম,ডিএসইর এমডি তারিক আমিন ভূইয়া, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) সভাপতি হাসান ইমাম রুবেল প্রমুখ বক্তব্য রাখেন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ