জাহাজ নির্মাণ খাতে বাংলাদেশ থেকে টেকনিশিয়ান ও পেইন্টার নিতে আগ্রহী দক্ষিণ কোরিয়ার অন্যতম বড় কোম্পানি হুন্দাই। এরফলে ওইদেশে দক্ষ শ্রমিক পাঠানোর একটি সুযোগ তৈরি হয়েছে। ইতিমধ্যে এ বিষয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ও বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডকে (বোয়েসল) উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, জাহাজ নির্মাণ খাতে এক নম্বর দেশ হচ্ছে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ দূতাবাসের ওই কোম্পানির একাধিক বৈঠক হয়েছে এবং এর ফলশ্রুতিতে হুন্দাই বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহী হয়।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন উৎপাদনশীল খাতে শ্রমিক গেলেও শিপ বিল্ডিংয়ে কোনও দক্ষ শ্রমিক পাঠানো হয়নি। এরফলে একটি সুযোগ তৈরি হয়েছে।
টেকনিশিয়ানদের ক্ষেত্রে ডিপ্লোমাধারী, ওয়েল্ডিংয়ে প্রশিক্ষণ আছে এবং সাত বছরের অভিজ্ঞতা আছে এমন ব্যক্তিরা আবেদন করতে পারবে। পেইন্টারের ক্ষেত্রে রসায়ন বা কেমিক্যাল বিষয়ে কলেজ বা ব্যাচেলর ডিগ্রিধারীরা আবেদন করতে পারবে। ব্যাচেলর ডিগ্রিধারীদের জন্য এক বছর এবং কলেজ ডিগ্রিধারীদের জন্য পাঁচ বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে।
উভয় চাকরির ক্ষেত্রে বেতনের পরিমাণ প্রায় ২ লাখ টাকা এবং থাকা ও দুপুরের খাবার কোম্পানি থেকে দেওয়া হবে।
এ বিষয়ে আরেক কর্মকর্তা বলেন, হুন্দাই কোম্পানিতে যদি বাংলাদেশি শ্রমিকরা সফলভাবে কাজ করতে পারে তবে অন্য জাহাজ নির্মাণ কোম্পানিও বাংলাদেশ থেকে শ্রমিক নেবে।
সানবিডি/এনজে