ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের সূত্রপাত ইঞ্জিন রুম থেকে হয়েছে বলে ধারণা করছে তদন্ত কমিটি। রোববার (২৬ ডিসেম্বর) দুপুরে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলতে নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির ৪ সদস্যের টিম আসে বরগুনায়।
এছাড়াও লঞ্চের ইঞ্জিনেও ত্রুটি ছিল বলে ধারণা করছে তদন্ত কমিটি। বরগুনার সার্কিট হাউস মিলনায়তনে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা শেষে এসব তথ্য জানান তদন্ত কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তোফায়েল ইসলাম।
তদন্ত কমিটির বাকি তিনজন হলেন নৌপুলিশের বরিশাল অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার কফিল উদ্দিন, বিআইডব্লিউটিএ এর অতিরিক্ত পরিচালক সাইফুল ইসলাম এবং পরিচালক মামুন আর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন, বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান প্রমুখ।
নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. তোফায়েল ইসলাম বলেন, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ও ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তে আমরা ইঞ্জিনে ত্রুটি পেয়েছি। তাই অগ্নিকাণ্ডের সূত্রপাত ইঞ্জিন রুম থেকে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এখনো তদন্ত চলমান তাই এর বেশি কিছু বলা সম্ভব নয়। আমরা তদন্তের নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত শেষ করে তদন্ত প্রতিবেদন দিতে পারব বলে আশা করছি।
এএ