গ্রিসে অভিবাসীবাহী বোট ডুবির ঘটনায় কমপক্ষে ৩০ জনের প্রাণহানী ঘটেছে। এর মধ্যে ১৬টি মৃতদেহ উদ্ধার করেছেন কোস্টগার্ডরা। উদ্ধারকৃত মৃতদেহের মধ্যে একটি শিশু এবং তিনটি নারীর। জীবিতদের সন্ধানে অ্যাজিয়ান সমুদ্রে ছুটে বেড়াচ্ছেন গ্রিক কোস্টগার্ডরা। শুক্রবার দিনশেষে তারা ১৬টি মৃতদেহ উদ্ধার করেন। একটি বোট উল্টে প্যারোস দ্বীপের কাছে ডুবে গেলে সেখানে এ ঘটনা ঘটে। উদ্ধার করা হয় ৬৩ জনকে।
এ বিষয়ে অনলাইন আল জাজিরা বলছে, ওই বোটটিতে প্রায় ৮০ জন মানুষ ছিলেন। ধারণা করা হচ্ছে, তারা তুরস্ক থেকে ইতালির উদ্দেশে সমুদ্র পাড়ি দিচ্ছিলেন।
তুরস্কের চেসমে এবং বদ্রুম উপকূলে পাচারকারীরা এসব অভিবাসীকে বর্তমানে অধিক বিপজ্জনক রুটে ইতালি পাঠাচ্ছে বলে রিপোর্ট করেছে ইআরটি টেলিভিশন।
বুধবার থেকে এ নিয়ে তিনটি বোটডুবি হলো। এতে কয়েক মাসের মধ্যে গ্রিক জলসীমায় পাচারকারীরা কতটা তৎপর হয়ে উঠেছে তা স্পষ্ট হয়েছে। এর কয়েক ঘন্টা আগে আরেকটি বোট থেকে উদ্ধার করা হয়েছে ১১টি মৃতদেহ। এই বোটটি বৃহস্পতিবার রাতে আন্তিকিথেরা নামের গ্রীসের উত্তরে একটি ছ্ট্টো দ্বীপের দিকে যাচ্ছিল। শনিবার কোস্টগার্ডরা বলেছেন, উদ্ধার করা দু’ব্যক্তিকে পাচারের সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। ওই দ্বীপে আটকে পড়া ৯০ জনকে উদ্ধার করা হয়েছে।
সানবিডি/এনজে