বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক। বিপিএলের ফাইনালেও সেঞ্চুরি আছে তার। কিন্তু তাকে ড্রাফটের আগে দলে নেয়নি কেউ। ড্রাফট থেকে দল পেয়েছেন তামিম ইকবাল। আসন্ন বিপিএলে তিনি খেলবেন ঢাকার হয়ে। কুমিল্লার হয়ে খেলবেন লিটন দাস।
আগের রাতে বদলে যাওয়া ফ্র্যাঞ্চাইজিটির মালিকানায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথম রাউন্ডের দ্বিতীয় ডাকের সুযোগ পেয়ে তামিমকে দলে নিয়েছে ঢাকা। প্রথম ডাকের সুযোগ পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
তারা দলে নিয়েছে জাতীয় দলের তারকা অলরাউন্ডার লিটন দাসকে। এছাড়া প্রথম রাউন্ডে শরিফুল ইসলামকে দলে নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। খুলনা টাইগার্সে গেছেন অলরাউন্ডার মেহেদী হাসান ও সিলেট সানরাইজার্সে মোসাদ্দেক হোসেন সৈকত। ফরচুন বরিশালে কাজী নুরুল হাসান সোহান।
এছাড়া প্রথম রাউন্ডের দ্বিতীয় ডাকে সুযোগ পেয়েছেন আরও ছয় ক্রিকেটার। যথাক্রমে কুমিল্লা শহিদুল ইসলাম, বরিশাল নাজমুল হোসেন শান্ত, চট্টগ্রাম আফিফ হোসেন ধ্রব, ঢাকা রুবেল হোসেন সিলেট মোহাম্মদ মিঠুন ও খুলনা সৌম্য সরকারকে দলে ভিড়িয়েছে।
সানবিডি/ এন/আই