দুদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ সব কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ ‘বড়দিন’ ও চতুর্থ ধাপের আখাউড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে স্থলবন্দরের দুদিন বাণিজ্য কার্যক্রম বন্ধ ছিল। আজ সোমবার সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে।
এ বিষয়ে আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের পূর্বাঞ্চল রাজ্যগুলোর সঙ্গে বড়দিন এবং ইউপি নির্বাচন কেন্দ্র করে শনি ও রোববার সব ধরনের বাণিজ্য বন্ধ ছিল।
আজ সোমবার সকালে ত্রিপুরায় মাছ রপ্তানির মধ্য দিয়ে এ স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম ফের শুরু হয়েছে।
সানবিডি/এনজে