রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলছে পাঁচ দিনব্যাপী রিহ্যাব আবাসন মেলা-২০২১। এবারের মেলায় আবাসন, ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি রয়েছে ভবন নির্মাণ ও সাজাতে প্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানও। মেলায় পণ্য বিক্রি না করলেও অনেকেই এসেছেন নিজেদের পণ্যটি ক্রেতাদের কাছে তুলে ধরতে। মেলায় রয়েছে টাইলস, ব্রিকস, সিরামিক, স্যানিটারি, পেইন্ট, লিফট, জেনারেটর ও বৈদ্যুতিক সামগ্রীসহ নানা প্রতিষ্ঠান। অন্যদিকে নির্মাণসামগ্রীর বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় দিচ্ছে বিশেষ ছাড়।
ক্রেতা-দর্শনার্থীদের নানা অফার নিয়ে এসেছে প্রপার্টি লিফট। মেলা উপলক্ষে বুকিং দিলেই বিদেশ ভ্রমণের পাশাপাশি আকর্ষণীয় সব পুরস্কার জেতার সুযোগ রয়েছে।
এ ছাড়া রয়েছে ফ্রি সার্ভিস, মেইনটেন্যান্সসহ এক বছরের গ্যারান্টি-ওয়ারেন্টি। প্যাসেঞ্জার লিফট, ক্যাপসুল লিফট, হসপিটাল লিফট, অ্যাসকেলেটর ও কার লিফটসহ নানা পণ্য প্রদর্শন করছে প্রপার্টি লিফট। প্রপার্টি লিফট ও জেনারেটরসহ বিভিন্ন পণ্যের বুকিং দিলেই বিদেশ ভ্রমণের সুযোগ রয়েছে। তা ছাড়া টেলিভিশনসহ আকর্ষণীয় নানা পুরস্কার রয়েছে ক্রেতাসাধারণের জন্য।
মেলায় অংশ নিয়েছে ওয়ালটন এলিভেটর। ওয়ালটন প্রদর্শন করছে প্যাসেঞ্জার এলিভেটর, কার্গো এলিভেটর, কেবিন মডেলসহ অন্যান্য পণ্য। এ বিষয়ে ওয়ালটনের হেড অব করপোরেট সেলস (লিফট, ইএপি) সৈয়দ নুরুল হাসান শাহান সময়ের আলোকে বলেন, আমরা মেলায় ভালো সাড়া পাচ্ছি। ইতোমধ্যেই ১০টি লিফটের অর্ডার পেয়েছি। মেলা উপলক্ষে ওয়ালটন এলিভেটর তাদের পণ্য কিনলেই মালয়েশিয়ার এয়ার টিকেট ফ্রি দিচ্ছে।
মেলায় এসেছে বিআরবি কেবলস। ক্রেতাদের কাছে পণ্যের মান তুলে ধরতেই তাদের বিভিন্ন ধরনের কেবলস ও সার্কিট ব্রেকারসহ বিভিন্ন পণ্য মেলায় আনা হয়েছে।
এবারের মেলায় রয়েছে ২২০টি স্টল। প্রায় ১৫০টি আবাসন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় ১৫টি নির্মাণসামগ্রী এবং ৩০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আজই মেলার শেষ দিন। চলবে রাত ৮টা পর্যন্ত।
সানবিডি/এনজে