আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশ তরিকত ফেডারেশন নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে বসেছে।
আজ সোমবার বিকাল ৩টা ৫৫ মিনিটে দলের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারির নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে প্রবেশ করে। এ সময় দলের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ দলের গুরুত্বপূর্ণ নেতারা তার সঙ্গে ছিলেন।
প্রসঙ্গত, নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে এবার তৃতীয়বারের মতো রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। পরদিন নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করবে।
সানবিডি/এনজে