অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)-এর আওতাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নে নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরীতে এবারও প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)।
২০২০-২০২১ অর্থবছরের এপিএ বিষয়ক বার্ষিক পরিবীক্ষণ ও মূল্যায়নে অতি উত্তম মান-সূচকে প্রতিষ্ঠানটি এ কৃতিত্ব অর্জন করে।
ঘোষিত ফলাফল অনুযায়ী, এফআইডি’র অধীন একটি নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ও ১৭টি ব্যাংক, বীমা ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে বিএইচবিএফসি সর্বোচ্চ ৯২ দশমিক ৮ নম্বর পেয়ে এ গৌরব অর্জন অর্জন করে।
সোমবার (২৭ ডিসেম্বর) মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এফআইডি সচিব জনাব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ এপিএ-তে প্রথম হওয়ায় বিএইচবিএফসি'র ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আফজাল করিম-এর হাতে এর পুরস্কার তুলে দেন।
এসময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিববৃন্দ, বিএইচবিএফসি’র উপব্যবস্থাপনা পরিচালক জনাব অরুন কুমার চৌধুরী এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইওবৃন্দ উপস্থিত ছিলেন।
এএ