ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ভিটিবিশাড়ায় আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে রূপালী ব্যাংকের ৫৮৬ তম ভিটিবিশাড়া শাখা উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ ডিসেম্বর) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ও রূপালী ব্যাংকের পরিচালক মো. খলিলুর রহমান শাখাটির উদ্বোধন করেন।
ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের জিএম মো. ইসমাইল হোসেন শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএমডি মো. শওকত আলী খানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
এএ