সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৭টি কোম্পানি কোম্পানির ৮১ কোটি টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৯৪ লাখ ২৪ হাজার ৬২টি শেয়ার ৫৮ বার হাত বদলের মাধ্যমে ৮০ কোটি ৯২ লাখ ৪ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৮ কোটি ৭৩ লাখ ৫৬ হাজার টাকার লেনদেন হয়েছে এশিয়া ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ১২ কোটি ৬৯ লাখ ৯০ হাজার টাকার ইস্টার্ন ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ১০ কোটি ১২ লাখ টাকার লেনদেন হয়েছে ইফাদ অটোসের।
এছাড়া, ব্লক মার্কেটে ব্রাক ব্যাংকের ৭ কোটি ১২ লক্ষ ৭৪ হাজার টাকার, সোনালী পেপারের ৬ কোটি ৬০ লক্ষ ৯ হাজার টাকা টাকার, আইসিবির ৬ কোটি ৩৯ হাজার টাকা টাকার, ইস্টার্ন ব্যাকের ৫ কোটি ১৩ লক্ষ ৯৯ হাজার টাকার,ওরিয়ন ফার্মার ৩ কোটি ৩ লক্ষ ২৭ হাজার টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২ কোটি ৭ লক্ষ ৫৯ হাজার টাকা, প্রভাতী ইন্স্যুরেন্সের ১ কোটি ৯৪ লক্ষ ১১ হাজার টাকা, বিকনফার্মার ১ কোটি ৮৬ লক্ষ ৯৩ হাজার টাকা, প্রাইম ইন্স্যুরেন্সের ১ কোটি ৫ লক্ষ ২ হাজার টাকা, গ্রামীণফোনের ৬৯ লক্ষ ৯০ হাজার টাকা, এপিএসসিএল বন্ডের ৬২ লক্ষ ৩১ হাজার টাকা, আরডি ফুডের ৪৮ লক্ষ ১৫ হাজার টাকা, সাইফ পাওয়ারটেকের ৩৮ লক্ষ ২৫ হাজার টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ৩৮ লক্ষ ২২ হাজার টাকা, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৩৪ লক্ষ ১৪ হাজার টাকা, পেনিনসুলার ৩৩ লক্ষ ৭০ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৩০ লক্ষ ২ হাজার টাকা, মারিকোর ২৯ লক্ষ ৭৩ হাজার টাকা, কাট্টালি টেক্সটাইলের ১৮ লক্ষ ৮৯ হাজার টাকা, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১৪ লক্ষ ৭৯ হাজার টাকা, আলহাজ টেক্সটাইলের ১৩ লক্ষ ৬০ হাজার টাকা, ঢাকা ডাইংয়ের ১০ লক্ষ ৭৩ হাজার টাকা, আমান ফিডের ৫ লক্ষ ১ হাজার টাকা, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৫ লক্ষ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস