করোনায় অনেক দিন সবকিছু বন্ধ থাকার পর রাজধানীতে হঠাৎ জনসমাগম বেড়েছে জানিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান ও অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেছেন, এটা অস্বীকার করার কিছু নেই যে, রাজধানীতে মানুষের চলাচল ও অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়েছে। এর সংগে চুরি-ছিনতাইও বেড়ে গেছে। এই জন্য নগরবাসীকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এ কে এম হাফিজ আক্তার বলেন, চুরি-ছিনতাই প্রতিরোধে বাসা-বাড়ি ও মার্কেটের আশপাশে ব্যক্তিগত উদ্যোগে সিসিটিভি ক্যামেরা লাগালে ছিনতাই ও চুরির ঘটনা কমে আসবে। আমরা ডিএমপির পক্ষ থেকেও ব্যাপকভাবে সিসিটিভি লাগাচ্ছি।
অফলাইন ও অনলাইনে আসামি শনাক্তে ডিবি’র সক্ষমতা বেড়েছে জানিয়ে তিনি বলেন, যে কোনো ঘটনা ঘটলেই ডিবি চেষ্টা করে তা শনাক্ত করতে। আগের চেয়ে ডিবি অনেক ডিজিটাল প্ল্যাটফর্মে সক্ষমতা ও ডাটা এনালাইসিস কার্যক্রম বাড়িয়েছে।
ভুক্তভোগীদের পরামর্শ দিয়ে তিনি বলেন, যখনই কোনো ঘটনা ঘটে তখনই যদি স্থানীয় থানায় কিংবা ডিবিতে জানানো হয়, তাহলে দ্রুত ব্যবস্থা নিতে সুবিধা হয়। তাই ভুক্তভোগীরা যেন ঘটনার বিষয়ে দ্রুত নিকটস্থ থানায় অবহিত করে সে আহ্বান থাকবে।
এএ