হেমায়েত উল্লাহকে নিয়োগ : আইডিআরএ’র নিষেধাজ্ঞা হাইকোর্টে স্থগিত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-১২-২৮ ২০:২১:০৮

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা হেমায়েত উল্লাহকে কোনো বিমা প্রতিষ্ঠানে নিয়োগ প্রদানের বিধি-নিষেধ স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বিমা নিয়ন্ত্রণ ও উন্নয়ন কর্তৃপক্ষ (আইডিআরএ) জারিকৃত বিধি-নিষেধ কেন বেআইনি ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রিটের শুনানি শেষে বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ হারুনুর রশিদ।
এর আগে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কয়েক বছরের কার্যক্রমে ব্যাপক দুর্নীতি-অনিয়ম সংঘটিত হওয়ার প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেয় বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফারইস্টের চেয়ারম্যান,পরিচালকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান শুরু করে।
পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেয়ার পর বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ হেমায়েত উল্লাহকে প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তার পদ থেকে অপসারণ করে। ও আদেশের বিরুদ্ধে হাইকোর্ট রুল জারি করেন। অন্যদিকে হেমায়েত উল্লাহ অন্য একটি প্রতিষ্ঠানে যোগদান করে। এ পরিস্থিতিতে গত ২১ ডিসেম্বর আইডিআরএ হেমায়েতউল্লাহকে কোনো প্রতিষ্ঠানে নিয়োগ প্রদানে বিধি-নিষেধ আরোপ করে। আইডিআরএ’র সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এ আদেশ চ্যালেঞ্জ করে রিট করেন হেমায়েত উল্লাহ।
এএ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











