করোনাকালে ক্ষুদ্রঋণ বিতরণে শতভাগ সফলতা অর্জন করা ১৩ ব্যাংক ও চার আর্থিক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে বাংলাদেশ ব্যাংক। একই সাথে প্রথম ধাপে যারা সিএসএমই ঋণ দিতে ব্যর্থ হয়েছে তাদের হুঁশিয়ার করেছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত ব্যাংকার্স সভায় তাদের পুরস্কৃত করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। সভা শেষে এ বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. সিরাজুল ইসলাম।
করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) চলতি মূলধন সুবিধার জন্য ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ গঠন করা হয়েছিল। এ তহবিলের ঋণের সুদহার ৯ শতাংশ। তবে একজন গ্রাহক দিচ্ছেন ৪ শতাংশ আর বাকি ৫ শতাংশ সরকার ভর্তুকি হিসেবে দিচ্ছে।
এ প্রণোদনা প্যাকেজ শতভাগ বাস্তবায়নের জন্য যাদের পুরস্কৃত করা হয়েছে তাদের মধ্যে রয়েছে- অগ্রণী, বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)। বেসরকারি ব্যাংকগুলো হচ্ছে ইউসিবিএল, প্রিমিয়ার, উত্তরা, প্রাইম, মিউচুয়াল ট্রাস্ট, মধুমতি, ব্যাংক এশিয়া, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, ইস্টার্ন ও ব্র্যাক। এছাড়া চার আর্থিক প্রতিষ্ঠান হলো আইপিডিসি, আইডিএলসি, লংকাবাংলা ও ইউনাইটেড ফাইন্যান্স।
এএ